দ্রুত আপনার ওয়েবসাইট এর ভিজিটর বাড়ান এবং ওয়েবসাইট এর Alexa Rank কমান …


কাজের কথায় আসি । Alexa Rank হল যে কোন ওয়েবসাইট এর কোয়ালিটি এবং ভিজিটর অনুযায়ী একটা Wordwide Rank । Alexa Rank দেখার জন্য  Mozila Firefox এ Seoquake/Alexa Tools ইনস্টল করে দেখা যায় .
1. তারপর রেজিস্টার করুন।
best social media exchanger
this is the home page of "YOU LIKE WHAT"
decrease alexa rank
this is what to register in "YOU LIKE WHAT"
2. তারপর লগ ইন করুন।
log in to "YOU LIKE WHAT"
THIS IS WHAT TO LOG IN TO "YOU LIKE WHAT"
4. রেজিস্টার করার পর আপনাকে ফ্রী ৫০ কয়েন দিয়ে দেয়া হবে। তারপর Add Site এ ক্লিক করে আপনার সাইট যোগ করুন।
add site to "you like what"
5.  Add site এ যাওয়ার পর type এ Traffic exchange সিলেক্ট করুন। তারপর Link এ আপনার সাইট যোগ করুন। title এ একটি সুন্দর টাইটেল দিন। coin এ আপনি কত কয়েন নিয়ে কাজ করবেন তা লিখুন। তারপর অন্যরা আপনার সাইট ভিজিট করার জন্য কত কয়েন করে পাবে তা সিলেক্ট করুন। যত বেশি কয়েন দিবেন তত বেশী ভিজিট আসবে। তারপর Add Site এ ক্লিক করুন।
Add site to "you like what"
6.  তারপর আপনার কয়েন বাড়ানোর জন্য Earn Coins থেকে Auto-surf এ যান।
Increase your Coins by "Auto-Surf"
7.  তখন অন্য একটি ট্যাব এ অটোমেটিক সার্ফ হতে থাকবে। এভাবে আপনার কয়েন বাড়তে থাকবে। আপনি ইচ্ছা করলে অন্য ট্যাব এ গিয়ে আপনার অন্য কাজ করতে পারেন।
website auto surf
Auto Surfing Website

8.  তারপর শেষ কাজ হিসেবে My sites এ যাবেন। তারপর Traffic exchange সিলেক্ট করে + এ ক্লিক করুন।
Go to "My Sites"
9.  তারপর আপনার Available কয়েন গুলো Add  করুন। কাজ শেষ।
Add your existing Coins
10.   আপনি ইচ্ছা করলে অন্যদের রেফার করতে পারেন Promote Site থেকে Text Link কপি করে শেয়ার করুন। তাহলে আপনি Extra ২০০ কয়েন পাবেন।
Add your referals
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।

FREE 25000 ভিজিটর নিয়ে আসুন আপনার সাইটে !!


আর নয় নিজের অর্থের বিনিময়ে সাইটের ভিজিটর বাড়ানো !! এখন ই Registration করুন আর উপভোগ করুন ১১$ Purchase Balance । যার মাধ্যমে আপনি আপনার সাইটের ২৫,০০০ ভিজিটর সহজে ই পেয়ে যাবেন ।
Sign up করার পর আপনার Account এর Purchase Balance এ ১১ ডলার জমা হবে । আপনি Buy Advertisements এ গিয়ে Banner Ads এ Click করে ১০ ডলার এর Package নিবেন ; যার মাধ্যমে আপনি ২৫০০০ ভিজিটর পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ।
আপনি যদি এই সাইটি থেকে আয় করতে ইচ্ছুক হোন তবে আপনাকে Ads এ Click করতে হবে । আপনি মাত্র ৫cent হলে ই তা Liberty Reserve এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন

                                                     Sign up now

ওডেস্কে আরো ১০ গুন কাজে Apply করার ও সেইসব কাজ সহজে পাবার অতি সহজ একটি ট্রিকস

ওডেস্কে আরো ১০ গুন কাজে Apply করার ও সেইসব কাজ সহজে পাবার অতি সহজ একটি ট্রিকস

সেদিন আমার এক ছোট ভাই আমাকে ওডেস্ক নিয়ে কথা বলতে গিয়ে জানাল যে সে ওডেস্কে সপ্তাহে ২টির বেশী জবের জন্য এপ্লাই করতে পারছে না। আমি তাকে বললাম ওদের Readiness Test দেয়ার জন্য তাহলে সে সপ্তাহে ২০টির বেশি জবে এপ্লাই করতে পারবে এবং এই টেস্টে ভাল মার্ক থাকলে সেটা তার প্রোফাইলে দেখাবে যার মাধ্যমে সে বিড করার পর কাজ পাবার সম্ভাবনাই শুধু বাড়বে না কাজও সহজে পাবে। কিন্তু সে জানাল যে এই টেস্ট দিলেও সে টেস্টে উত্তীর্ন হতে পারছে না। তো আমি বরলাম যে আমিই তোমার টেস্ট দিচ্ছি। এই বলে তার টেস্ট দিতে গিয়ে একটা ব্যাপার চোখে পড়ল যা করলে যে কেউ এই টেস্টে শতভাগ সফল হয়ে বেশী কাজের জন্য বিড করতে পারে ও কাজ সহজে পেতে পারে। আজ সেই ট্রিকসটি শেয়ার করছি সবার সাথে কি করে সহজে এই টেস্ট উতরে যেতে পারে।

প্রথমে Readiness test পেজে যার এরপর ক্লিক করুন Ready to take the test ট্যাবে।

Odesk

এরপরের পেজে Strat Test এ ক্লিক করে test শুরু করুন।

freelance

এবার যে পেজটি এল তাতে দেখানো অংশে ক্লিক করুন।

outsourcing

এবার শুরু হয়ে গেল টেস্ট আর এখানেই হল ট্রিকসটা ১১ টি প্রশ্নের মধ্যে ৮ থেকে ৯ টিতেই সবার নিচে একটি উত্তরের অপশন থাকবে যা হল All of the above। তো এই প্রশ্নগুলোতে চোখ বন্ধ করে ঐ উত্তরটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন। আর ৯ বা ১০ টি উত্তর যদি ১১টির মধ্যে সঠিক হয় তবে আপনি নিশ্চিত ভাবেই উতরে যাবেন।

Online jobএই যে দেখুন আমি আমার যে ছোট ভাইযের টেস্ট দিলাম তাতে ৫ এ ৫ মানে সবগুলো সঠিক।

Data Entryযা তার প্রফাইলেও শো করছে এর মাধ্যমে তার কাজে এপ্লাই করার সুযোগ ১০ গুন হবে এবং কাজ পাওয়াও সহজ হবে।

Freelance Jobএই টেস্টে উতরে যাবার কয়েকদিনের মধ্যেই সে বেশ ভাল দামের একটি কাজ পেয়েছে।

অনলাইনে আয় করুন (Odesk)


নলাইনে আয় করুন (Odesk)

র্তমানে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট। সাইটটি বায়ার ও ফ্রিল্যান্সার উভয়ের কাছেই সর্বাধিক জনপ্রিয়। ফলে বর্তমানে সাইটটিতে কাজ করছে প্রায় ১ লক্ষেরও উপরে ফ্রিল্যান্সার। সাইটটিতে রয়েছে ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আর্টিক্যাল রাইটিং, Seo, প্রোগ্রামিং ইত্যাদি হাজারো প্রকারের কাজ।


কেন সাইটটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য?
১. সাইটটিতে 'নির্দ্দিষ্ট পরিমাণ মূল্য' এবং 'ঘন্টা হিসাবে মূল্য (Hourly job)' উভয় প্রকার কাজ রয়েছে। তবে ঘন্টা হিসাবে কাজের জন্য ওডেস্ক বেশি জনপ্রিয়। এ পদ্ধতিতে ফ্রিল্যান্সাররা অন্য সাইট হতে তুলনামূলক বেশি অর্থ উপার্জন করতে পারে। এ সিস্টেমে ইন্টারনেটে উপস্থিত থেকে একটি বিশেষ সফটওয়্যারের(Teamviewer) মাধ্যমে ফ্রিল্যান্সারকে কাজ করতে হয়। এ সময় একজন ফ্রিল্যান্সার কি কাজ করছেন তার স্ক্রীনশট বায়ারের কাছে চলে যায়। ফলে বায়ার তার কাজের প্রতিনিয়ত আপডেট পেতে থাকে।


২. সাইটটিতে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়ার মাধ্যমে প্রোফাইল বিল্ডিং এর সুবিধা। ফলে সত্যিকার অর্থেই যারা নির্দ্দিষ্ট বিষয়ে দক্ষ তারা অগ্রাধিকার ভিত্তিতে ও ভাল বাজেটের কাজ পেয়ে থাকে।

৩. অধিকাংশ কাজের ক্ষেত্রে এসক্রো সিস্টেমের(কাজের শুরুতেই বায়ার সাইটে টাকা জমা দিয়ে থাকে) কারনে ফ্রিল্যান্সারদের কাছে কাজ শেষে টাকা পাওয়ার ১০০% নিশ্চয়তা থাকে।
৪. যেহেতু এ সাইটে অন্যান্য সাইটের মত যে কেও বিড(আবেদন) করতে পারে না। অর্থাৎ, এ সাইটে কাজ করতে গেলে নুন্যতম রেডিনেস টেস্ট দিতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে ১০০% প্রোফাইল সম্পন্ন না হলে পর্যাপ্ত বিড করতে পারে না, এসব কারনে বায়ারদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সাইট এটি। ফলে বিশ্বে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তন্মধ্যে ওডেস্কে সর্বাধিক কাজ জমা হয়। বরং বলা যায়, সবগুলো সাইটে যে পরিমাণ কাজ জমা হয়, শুধুমাত্র ওডেস্কেই সে পরিমাণ কাজ জমা হয়। ফলে, বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য একটু সিরিয়াস হলেই এ সাইটে কাজ পাওয়া সম্ভব।

আশার কথা, বর্তমানে বাংলাদেশে যত ফ্রিল্যান্সার কাজ করছে তন্মধ্যে, ওডেস্কেই সর্বাধিক। তুলনামূলক কম রেট, বিশ্বস্ততা ইত্যাদি কারণে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা ভাল অবস্থানেই রয়েছে। ফ্রিল্যান্সিং-এ যারা নুতন তারা ওডেস্কে কাজের মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। প্রথমদিকে কাজ পেতে কিছুটা বেগ পেতে হলেও প্রোফাইল ১০০% কমপ্লিট হলে এবং ধৈর্যের সাথে লেগে থাকলে অবশ্যই এ সাইটে সফলতা পাওয়া সম্ভব। অনেক বাংলাদেশী ফ্রিল্যান্সার রয়েছে, যারা শুরুতে কাজ পেতে কিছু বিলম্ব হলেও বর্তমানে টিম নিয়ে কাজ করছে। Odesk সাইটে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখলেই বিষয়টি অনুধাবন করা যায়।

পেমেন্ট সিস্টেমঃ
পাইওনার ডেবিট কার্ড, মানিবুকার্স, ব্যাংকওয়্যার ট্রান্সফার ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে Odesk সাইট থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসা যায়।

ওডেস্ক: মেনু অপশন পরিচিতি


ওডেস্ক: মেনু অপশন পরিচিতি

আমার আগের ওডেস্ক পোষ্টে লিখেছিলাম “কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন”। আজ আমি দেখাবো ওডেস্ক মেনু অপশন পরিচিতি। এই পোষ্টটি পুরাটাই ইমেজের উপর নির্ভর করে। পোষ্টটি পুরা লোড হতে অপেক্ষা করবেন। আর এখানে ইমেজ গুলো আকারে ছোট দেখা যাবে , তাই ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না। অনুগ্রহ করে যে ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না সেগুলো বড় করে দেখে নিবেন।আসুন তাহলে শুরু করি।
Odesk Profile Create Part: 1
ইমেজটি বড় করে দেখুন
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
  • 1. ওডেস্ক এর মূল মেনু
  • 2. এ্যাকাউন্ট সম্পাদন এবং লগ আউট
  • 3. ম্যাসেস ইনবক্স , নোটিফিকেশন , টিকেট , সেন্ট আইটেম
  • 4. ওডেস্ক ব্যবহারকারীর তথ্য
  • 5. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
  • 6. ওডেস্ক এ জব , কন্টাকটর , টেষ্ট বা এক্সাম , সাহায্য সার্চ দেওয়া
  • 7. ওডেস্ক লাইভ সাপোর্ট অপশন , বিভিন্ন বিষয়ে সাহায্য
  • 8. নোটিফিকেশন প্যানেল। জব আসলো না গেলো , নতুন অফার
  • 9. কয়টা ইন্টারভিউ একটিভ আছে , কয়টা জব এ্যাপ্রাই খালি আছে
  • 10. প্রোফাইল সম্পাদন স্ট্যাটাস
  • 11. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
  • 12. আইডি ভেরিফাই লিংক
  • 13. টিম প্যানেল , কয়টা বায়ার আপনাকে হায়ার করেছে তার লিষ্ট
  • 14. পেমেন্ট প্যানেল , ওডেস্কে কয় ডলার আছে তার স্ট্যাটাস
  • 15. ওডেস্ক টিম সফটওযার ডাউনলোড লিংক
  • 16. একটা এ্যাপ্লাই করা জব চলে গেছে বা ইন্ডেড হয়েছে
  • 17. একটা নতুন জব স্টার্ট হয়েছে
এবার ওডেস্ক এর মূল মেনুগুরার সাথে পরিচিত হই

My Jobs

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 2
  • 1. এখানে আপনি কতগুলো জব এ্যাপ্লাই করেছেন তার লিষ্ট দেখা যাবে এবং এখান থেকে জব মুছে দেয়া যাবে
  • 2. কতগুলো জব এই মুহুর্তে রানিং আছে তা দেখার জন্য
  • 3. আপনি বায়া্র হলে নতুন জব এখান থেকে ছাড়তে পারবেন

Manage & Work

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 3
  • 1. আপনাকে যে বায়ার হায়ার করেছে তার টিম এ আরো কতজন আছে তা দেখতে পারবেন
  • 2. আপনি আওয়ারলি কতক্ষন কাজ করেছেন এবং কাজের স্ক্রিনসট দেখতে পারবেন
  • 3. এখানে আপনি Timelogs , My Weekly Timesheet , My Timesheet Details , Time Analyze দেখতে পারবেন
  • 4. আপনি টিমের এডমিন হলে টিম থেকে সদস্য নিয়ন্ত্রন করতে পারবেন

Payments

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখানথেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 4
  • 1. কোন কাজের জন্য কত ডলার জমা হয়েছে তার লিষ্ট দেখতে পারবেন
  • 2. ওডেস্ক খেকে টাকা তোরার জন্য বিভিন্ন অপশন এ্যাড করতে পারবেন। যেমন: পেপাল , মানিবুকার্স
  • 3. ওডেস্কে ডলার জমা হলে পেপাল , মানিবুকার্স দিয়ে তুলতে পারবেন
  • 4. আপনি এখান থেকে রেফারার লিংক নিতে পারেন। আপনার এই লিংক থেকে এ্যাকাউন্ট খুললে আপনি ০.৫০ ডলার পাবেন

Find Contractor & Jobs

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 4
  • 1. আপনি বায়ার হলে এখান থেকে কন্ট্রাক্টর খুজতে পারবেন
  • 2. আপনি এখান থেকে আপনার পছন্দের জব এ্যাপ্লাই করতে পারবেন
  • 3. এখান খেকে আপনার পছন্দের টপিকের উপর পরীক্ষা দিতে পারবেন
  • 4. ওডেস্কের কাজের ডিমান্ড যে গুলা বেশী তা এখানে দেখতে পারবেন , এখান থেকেই জব এ্যাপ্লাই করতে পারবেন
  • 5. ওডেস্কের পেমেন্ট কাউন্ট দেখতে পারবেন , কি রকম কাজ আছে তা দেখতে পারবেন
  • 6. ওডেস্কের নাম করা গ্রুপ বা টিম এর লিষ্ট দেখতে পারবেন। এমন কি এখান থেকে জয়েন দিতে পারবেন

Ownself Account

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 4
  • 1. এখান থেকে আপনি আপনার প্রোফাইলকে সম্পাদন করতে পারবেন
  • 2. এখান থেকে লগ আউট করতে পারবেন

Ownself Account

[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Profile Create Part: 8
  • 1. এখানে কোন কাজের মেইল আসবে এবং কাজের ইন্টারভিউ আসবে
  • 2. কাজের নোটিফিকেশন আসবে
  • 3. কোন সমস্যা এ্যাপ্লাই করলে তার রেসপোন্স এখানে আসবে
  • 4. আপনার ম্যাসেজের সেন্ট আইটেম দেখাবে

অনলাইনে আয় :ওডেস্ক: কিভাবে আপনার প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন


অনলাইনে আয় :ওডেস্ক: কিভাবে আপনার প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন

কিভাবে আপনার প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন”। প্রথমে odesk.com এ লগিন করুন। Account & Profile Settings এ যান , বাম পাশের মেনু My Contractor Profile এ যান। এখানে অনেক গুলো পর্যায় থাকে সেগুলো সম্পূর্ণ করলে প্রোফাইল এর Profile completeness ১০০% হয়।
পর্যায়ক্রম গুলো হলো My Account Summary , My Public Profile ,Categories , Skills , Employment History , Education , Portfolio ProjectsOther Experiences 

My Account Summary


change বাটনে ক্লিক করুন।
mypro2
  • 1.Profile Access এ আপনি আপনার প্রোফাইল উন্নক্ত বা লুক্কায়িত রাখতে পারেন।
  • 2.Display Name এ আপনি আপনার প্রোফাইলে সম্পূর্ণ নাম দেথাতে পারেন অথবা সংক্ষিপ্ত নাম।
  • 3.Primary Role এ আপনি Web Developer হলে Web Site / Graphics Designer সিলেক্ট করে দিন আর আপনি যদি Data Entry হন তাহলে Consultant বা Data Entry Professional সিলেক্ট করে দিন।
  • 4.Title এ আপনি যে কাজ করবেন তার টাইটেল দিন্ যেমন আমি দিয়েছি
    Thesis Themes Expert, WordPress , LinkWheel Building , Craiglsit Poster
    আপনি Web Developer হলে
    Wordpress Expert,HTML,CSS,PHP Professional বা
    Web Developer Based On WordPress,Thesis Themes Expert বা
    HTML,CSS,PHP,Flash Objective,Mysql দিতে পারেন
    আর আপনি যদি Data Entry হন তাহলে
    Data Entry Professional ,Web Research Expert,MS Office বা
    MS Office Expert,Web Research,Facebook,Twiiter,Forum Account Creator দিতে পারেন।
  • 5.Availability এ আপনি সাপ্তাহিক কতক্ষন কাজ করতে সক্ষম।
  • 6.Years of Experience এ আপনি যে কাজ করবেন তা কতদিন থেকে পারেন তা দিন ,তবে সর্বনিম্ন ২ বছর দিতে পারেন।
  • 7.English এ আপনি কি রকম পারেন তা দিন তবে অপশন চার সিলেক্ট করে দিতে পারেন।
  • 8.Objective এ আপনি আপনার কথা লিখতে পারেন। যেমন আমি দিয়েছি
    I ‘m new user on Odesk but I have good skill. I works on Many Website design with By Client Order .I also know: Thesis Themes Customize Website Design Base on WordPress HTML CSS Craiglist LinkWheel Building You Can see my Portfollio.Hope so you will hire me for this position for better results.I able per week 30-35 hour.Looking forward to work with you.

My Public Profile

My Account Summary আর My Public Profile একই অপশন।

Categories

আপনি যে যে বিভাগে কাজ করতে আগ্রহী সেই বিভাগে টিক দিয়ে সেভ করে দিন। উল্লেখ্য ১০ টির বেশী বিভাগ দিবেন না।

Skills

mypro3
Skills হলো আপনি কি পারেন তার একটি বর্ণনা। Skills যোগ করতে Add বাটনে ক্লিক করুন
mypro4
  • 1.Skill এ আপনি কি পারেন তা লিখুন। যেমন: MS Office
  • 2.Years এ কত বছর ধরে পারেন। যেমন: 9
  • 3.Level এ কি মানের পারেন। যেমন: 4-Proficient
  • 4.Last Used এ শেষ কবে ব্যবহার করেছেন।
  • 5.Project Description এ আপনি যে কাজটি করেছেন তার সংক্তিপ্ত বর্ণনা দিন।
    সব কিছু দিয়ে Save বাটনে ক্লিক করুন আর একাধিক দিতে চাইলে Save And Add More বাটনে ক্লিক করুন তাহলে আবার যোগ করতে বলবে।

Employment History

Employment History যোগ করুন। বানিয়ে লিখলেও সমস্যা নেই। এটা নিয়ে বিস্তারিত লিখলাম না কারন এর অপশন এর সাথে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন।

Education

Education যোগ করুন। বানিয়ে লিখলেও সমস্যা নেই। এটা নিয়ে বিস্তারিত লিখলাম না কারন এর অপশন এর সাথে ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন।

Portfolio Projects

আপনি যদি Web Developer / Graphics Designer / Programmer হন তাহলে আপনি যা যা করেছেন তা Portfolio তে যোগ করুন।
Portfolio যোগ করতে Add বাটনে ক্লিক করুন।

mypro5
  • 1.Project Title এ আপনি যে কাজ করেছেন তার শিরোনাম দিন। যেমন: Blog Setup and Configure
  • 2.Image এ আপনার কাজের স্ক্রীনসট দিন।
  • 3.Attachment এ কাজের সাথে কোন ফাইল থাকলে দিতে পারেন।
  • 4.Date এ আপনি কাজটি কবে শেষ করেছন তার তারিখ দিন। তারিখ দিতে ক্যালেন্ডার এর মত চিহ্নতে ক্লিক করুন।
  • 5.Category এ আপনি যে কাজটি করেছেন তা কোন বিভাগে পড়ে তা সিলেক্ট করে দিন।
  • 6.Project Description এ কাজের সংক্ষিপ্ত বর্ণনা দিন
  • 7.Project URL এ আপনি যে কাজটি করেছেন তার লিংক থাকলে দিন।
সব কিছু দিয়ে Save বাটনে ক্লিক করুন আর একাধিক দিতে চাইলে Save And Add More বাটনে ক্লিক করুন তাহলে আবার যোগ করতে বলবে।

Other Experiences

Other Experiences এ আর কি পারেন তা যোগ করতে পারেন।
সবশেষে oDesk Readiness Test পরীক্ষা দিতে হবে।

অনলাইনে আয় :ওডেস্ক: কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন


ওডেস্ক: কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন

আজকের পর্বে থাকছে “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন”।
ওডেস্কে পেমেন্ট অপশন কয়েক ধরনের, পেপাল, মানিবুকার্স, পেওনার কার্ড। এগুলো যোগ করর জন্য প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন।

odeskpart5_1
Payment মেনু থেকে Payment Method এ যান।
odeskpart5_2
মানিবুকার্স যোগ: আপনার যদি আগেই যে মেইল দিয়ে ওডেস্ক এ্যাকাউন্ট খুলেছেন সেই মেইল দিয়ে মানিবুকার্স এ্যাকাউন্ট করে থাকেন তাহলে Already registered with Moneybookers? Click here এ ক্লিক করুন
odeskpart5_3
সেই মেইলটি সিলেক্ট করে দিন , তারপর Enable Moneybookers এ ক্লিক করুন
আর যদি আগেই মানিবুকার্স এ্যাকাউন্ট করা না থাকে তাহলে Sign Up Now! এ ক্লিক করুন।
কিভাবে মানিবুকার্স এ্যাকাউন্ট করতে হয় তা জাকারিয়া ভাই সুন্দর করে বর্ণনা করেছেন , তাই আমি নতুন করে লিখলাম না। পোষ্টটি 
এখান থেকে দেথুন
Payoneer Debit Card এ্যাকাউন্ট করার জন্য Sign Up Now! এ ক্লিক করুন। এইটার নিয়ম এখান থেকে দেখতে পারেন

অনলাইনে আয় :ওডেস্ক: কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন


ওডেস্ক: কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন

“কিভাবে ওডেস্ক রেডিনেস টেষ্ট দিবেন”। প্রথমে আপনার ওডেস্ক এ্যাকাউন্টে লগিন করুন , এখানে সাধারনত রেডিনেস টেষ্ট হিসাবে দুটি টেষ্ট দিতে হয়। দুটি টেষ্ট উত্তরই প্রায় একই। প্রথম প্রশ্নটির লিংক-http://www.odesk.com/tests/753?tot=2&pos=0। প্রথম প্রশ্নটির লিংকে যান
odeskpart2_1


Start Test এ ক্লিক করুন
odeskpart2_2
Continue এ ক্লিক করুন
odeskpart2_3
Click here to start your test এ ক্লিক করুন
odeskpart2_4
Continue এ ক্লিক করুন
odeskpart2_5
শুরু হয়ে গেল ১১টি প্রশ্নের ৬০ মিনিটের পরীক্ষা। সঠিক উত্তরে টিক দিয়ে বাটনে ক্লিক করুন। এভাবে সব গুলো প্রশ্নের উত্তর দিন। [বি:দ্র: এই প্রশ্নের উত্তর গুলো নীচ থেকে দেখে নিন]
Q: Can I start my own company on oDesk?
A: Yes! oDesk allows you to build and manage a team of workers, colleagues and collaborators. You can even subcontract other workers on oDesk to other customers oDesk (and take a cut).
Q: Which of the following actions are NOT allowed when applying to job openings?
A: All of the above
Q: ‘How does feedback work on oDesk?’
A: All of the above
Q: Which of the following is true of your oDesk timelog?
A: All of the above
Q: Which of the following break the oDesk user agreement?
A: All of the above
Q: Which of the following statements about the oDesk Team application are true?
A: All of the above
Q: What do you need to do to ensure guaranteed payment on hourly jobs?
A: All of the above
Q: If you have not done so please download and install the oDesk Team application. With the client running right click on the oDesk Team icon in the system tray (or doc for Mac users). Which of the following options is listed first? Note that you do NOT have to log into any actual Team Room to answer this question.
A: TeamRoom..
Q: Which of the following statements are correct about oDesk fees?
A: All of the above
Q: Buyers set weekly limits on hourly assignments, how do these work?
A: All of the above
Q: How does oDesk’s dispute resolution policy for work?
A: All of the above
Q: How does payments work for agency contractor ?
A: All of your earnings as an agency contract to go directly….

odeskpart2_6
উত্তরগুলো যথাযথ ভাবে দেয়ার পর পাশ স্কোর ৫ এ ৫ দেখাবে এবং দুইটি অপশন থাকবে এখানে একটি হলো Continue without providing feedback (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে না , টেষ্টে ফেল করলে এটিতে ক্লিক করবেন)
আরেকটি অপশন Continue and provide feedback on this test (এটিতে ক্লিক করলে এই টেষ্টের ফলাফল আপনার প্রোপাইলে এ্যাড হবে)
নীচে কমেন্টস করার অপশন থাকবে , কমেন্ট না দিয়ে Submit এ ক্লিক করুন।
oDesk Readiness Test এ পাশ না করতে পারলে এখানথেকে বেশী কাজ পাওয়া সম্ভব নয়। আবার এটাতে পাশ করাও বেশ জটিল, কেননা এখানে ১১ টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আজ আমি oDesk Readiness Test এর প্রশ্ন সহ সঠিক Answers আপনাদের কে জানিয়ে দিব, ফলে নকল করে সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
oDesk Readiness test answers: (সাধারণত নিচের প্রশ্নগুলোই অধিকাংশ সময়ে করে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে অন্য কিছু প্রশ্নও থাকে, সেগুলো সর্বশেষে দেওয়া হলো।)
Question 1: How does feedback work on oDesk?
Answer: All of the above
Question 2: What do you need to do to ensure guaranteed
payment on hourly jobs?
Answer: All of the above.
Question 3: How does oDesk’s dispute resolution policy for
work?
Answer: All of the above.

Question 4: Which of the following is true of your oDesk Work
Diary?
Answer: All of the above.
Question 5: Which of the following break the oDesk user
agreement?
Answer: All of the above.
Question 6: Employers set weekly limits on hourly contracts,
how do these works?
Answer: All of the above.
Question 7: Which of the following statements about the
oDesk Team application are true?
Answer: All of the above.

Question 8: Which of the following are NOT allowed when
applying to job posting?
Answer: All of the above.
Question 9: If you have not done so please download and
install the oDesk Team application. With the client running right
click on the oDesk Team icon in the system tray (or doc for Mac
users). Which of the following options is listed first? Note that
you do NOT have to log into any actual Team Room to answer
this question.
Answer: TeamRoom….
Question 10: Which of the following statements are correct
about oDesk fees?
Answer: All of the above.
Question 11: Can I start my own agency on oDesk?
Answer: All of the above.
If everything is done accordingly, you will see that you have passed
oDesk readiness exam.

যদি উপরের থেকে কোন একটি বা দুটি প্রশ্ন কমন না থাকে, তবে নিচের প্রশ্ন গুলো থেকে খুজে নিন।

*Q: Can I start my own company on oDesk?
A: Yes! oDesk allows you to build and manage a team of workers,
colleagues and collaborators. You can even subcontract other workers on
oDesk to other customers oDesk (and take a cut).
*Q: Which of the following actions are NOT allowed when applying to job
openings?
A: All of the above
*Q: ‘How does feedback work on oDesk?’
A: All of the above
Q: Which of the following is true of your oDesk timelog?
A: All of the above
*Q: Which of the following break the oDesk user agreement?
A: All of the above
*Q: Which of the following statements about the oDesk Team application
are true?
A: All of the above
*Q: What do you need to do to ensure guaranteed payment on hourly jobs?
A: All of the above
Q: If you have not done so please download and install the oDesk Team
application. With the client running right click on the oDesk Team icon in
the system tray (or doc for Mac users). Which of the following options is
listed first? Note that you do NOT have to log into any actual Team Room to
answer this question.
A: TeamRoom..
*Q: Which of the following statements are correct about oDesk fees?
A: All of the above
*Q: Buyers set weekly limits on hourly assignments, how do these work?
A: All of the above
*Q: How does oDesk’s dispute resolution policy for work?
A: All of the above

    

একইভাবে দ্বিতীয় পরীক্ষাটি দিন। দ্বিতীয় প্রশ্নটির লিংক
ঠিক এইভাবে আপনি অনান্য টেষ্ট গুলোও দিতে পারবেন , যেমন: ওয়ার্ডপ্রেস , মাইক্রোসফট অফিস , প্রোগ্রামিং ইত্যাদি।

ওডেস্ক: কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন


অনলাইনে আয় :ওডেস্ক: কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন

প্রথমে ওডেস্কে লগিন করুন
odesk-6_1
তারপর Find Contractors & Jobs মেনুর আন্ডারে Find Jobs এ যান
odesk-6_2

আপনার যে বিভাগ পছন্দ সেই বিভাগে ক্লিক করুন, আমি এখানে Web Development বিভাগ নিয়ে দেখাবো
odesk-6_3
এখানে Web Development বিভাগ এর সব জব গুলো দেখাবে।
এই জব সেকশনে অনেক অপশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি
odesk-6_5
এই অপশনে আপনি নতুন জব ,পুরান জব , ভালো ফিডব্যাকের বায়ারের জব , কম ফিডব্যাকের বায়ারের জব ইত্যাদি দেখতে পারবেন
odesk-6_6
এই অপশনে আপনার পছন্দের কিওয়ার্ড দিয়ে জব খুজতে পারবেন, যেমন আমি খুজতেছি ওয়ার্ডপ্রেস এর জব।
odesk-6_7
এই অপশনে আপনি দুই ধরনের জব দেখতে পারেন। একটা ফিক্সেড আরেকটা আওয়ারলি।
odesk-6_8
এই অপশনে রেট অনুযায়ী জব খুজতে পারবেন
odesk-6_9
এখানে দুটি জবের পার্থ্ক্য দেখুন, একটিতে বায়ারের ফিডব্যাক ভালো এবং পেমেন্ট মেথড ভেরিফাইড অন্যটিতে বায়ারের ফিডব্যাক নেই এবং পেমেন্ট মেথড ভেরিফাইড না। এক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড বায়ার জব সিলেক্ট করবেন। জব সিলেক্ট করার সময় স্কিল দেখে নিবেন। যে জবটি ভালো লাগবে সেই জবের লিংকে মাউসের ডান বাটন ক্লিক করে নিই ট্যাবে যান। আমি এখানে ফিক্সেড জবের নিয়ম দেখাবো।
odesk-6_10
এবার জবের ডিটেইলস এখানে দেখাবে
odesk-6_11
এখান থেকে বায়ারের ফিডব্যাক দেখে নিন
odesk-6_12
এখান থেকে জবের স্কিল এবং কে কত বিড করেছে তা দেখে নিন, সব শেষে জবটি পছন্দ হলে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_13
এখানে আপনি বিড রেট দিন
odesk-6_14
এখানে Estimated Duration এ 100$ এর মধ্যে কাজ হলে Less than one week দিন আর তার বেশী হলে সময় বেশী নিন। [বি:দ্র: কাজটি আওয়ারলি হলে Estimated Duration চাইবে না ]
odesk-6_15
এখানে আপনার দরখাস্ত বা কভার লেটার লিখুন
odesk-6_16
এখানে Agree to Terms এ টিক দিয়ে Apply to this job এ ক্লিক করুন
odesk-6_17
এখানে আবার টিক দিয়ে Continue to Apply এ ক্লিক করুন।

:ওডেস্ক: কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন



ওডেস্ক
কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবংপ্রয়োজনীয় সেটিংস করবেন


গত পোষ্টে আলোচনা করেছিলাম ওডেস্ক কি এবং হালকা বর্ণনা্ আজ থেকে ধারাবাহিকভাবে ছবি সহ ওডেস্ক
পোষ্ট লিখে যাবো আমার ব্লগ এবং বিপিতে। আপনারা দুটারযেকোনটা থেকে পোষ্ট পড়তে পারেন  জন্য আপনাদের
সহযোগিতা কামনা করছি।আজ আমি দেখাবো কিভাবেপ্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন
প্রথমে http://www.odesk.com  যান
Odesk Profile Create Part: 1
এখানে Create Account  ক্লিক করুন
Odesk Profile Create Part: 2
এখান খেকে দুই নাম্বার অপশনে ক্লিক করুন
Odesk Profile Create Part: 3
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে বাটনে ক্লিক করবেন ( বি:দ্র:আমার অনুরোধ যাদের ভোটার আইডি কার্ড নাই অর্থা যাদেরবয়স ১৯না তারা এখানে এ্যাকাউন্ট না খুলাই ভালো কারনওডেস্ক সম্প্রতি ভেরিফাই সিস্টেম চালু করেছে যাতে সরকারীআইডি কার্ড অবশ্যই লাগবে )
odesktu-4
এখানে Varify your email address  ক্লিক করুন। আপনারইমেইলে ভ্যারিফাই লিংক যাবে। লিংকে ক্লিক করে ভ্যারিফাইকরলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Part: 5
এখান থেকে Fill out Contact Information  ক্লিক করুন
Odesk Profile Create Part: 5
প্রয়োজনীয় তথ্য দিয়ে Save and Continue বাটনে ক্লিক করুন ,তাহলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Part: 7
এখান থেকে Complete your oDesk Profile  ক্লিক করুন
Odesk Profile Create Part: 8
এখানে খেকে আপনি যেগুলো্ পারেন সেগুলা টিক দিন ( বি:দ্র:১০ টির বেশি টিক দিবেন না )
Odesk Profile Create Part: 9
এখানে Primary Role  আপনি Consultant / Data Entry Professional / Website / Graphics Designer অথবা আপনারপছন্দের পদবী দিন।
Hourly Rate 
 নতুন অবস্তায় ডাটা এন্ট্রি হলে - ডলার এরমধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে - ডলার এর মধ্যেদিন
Availability  সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকুদিন। Title  আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানেসাজেশ দেইযেমন:
Data Entry Worker , Web research , MS Office , Computer Faundamental , Photoshop , Editing , HTML CSS , PHP , Joomla
সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলেনিম্নের চিত্রের মত হবে

Odesk Profile Create Part: 10
এখান থেকে Accept the Odesk user Agreement  ক্লিককরুন
Odesk Profile Create Part: 11
এখানে থেকে I agree to terms  টিক দিয়ে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Last Part
এখান থেকে Post my Profile বাটনে ক্লিক করুন , ব্যস আইডিতৈরী শেষ।

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service